হেক করুন আপনার ব্রডবেন্ড স্পিড 10mbps পর্যন্ত দেখুন কিভাবে করবেন, ভিডিউ সহ।

সবাইকে আমার সালাম।আশা করি সবাই ভালো আছেন,আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর কথা বারাব না,এইবার কাজের কথাই আসাজাক। ব্রডবেন্ড হেক করতে জালাগবে,দুইটি সফটয়ের লাগবে। প্রথম আইপি স্কেনার ডাউনলোড দেন। সফটয়ের ওপেন হলে নিচের মতন দেখতে পাবেন।
তার পরে 2. MAC Address Spoofer এইটা ডাউনলোড করেন। ডাউনলোড হলে ইন্সটল দিন নিচের ছবির মত দেখতে পাবেন।
এইবার হলো আসল কাজ, প্রথমে আপনি আইপি স্কেনার ইন্সটল দিছেন ওপেন করার পর উপরে স্কেন কিখা আছে উখানে ক্লিক করেন আইপি স্কেন হবে। এইবার আপনার যে আইপি ইচ্ছা সেটা দিয়ে হেক করতে পারবেন,জেকুনু আইপির মাঝে মাউসের রাইট বাটনে ক্লিক করুন MAC address কপি করুন। এইবার MAC address সফটয়েরটা ওপেন করুন উপরে দেখুন কিখা আছে cheange MAC address ওখানে ক্লিক করুন একটা cheange MAC address লিখা বক্স আসবে আপনি fill এ ক্লিক করুন দেখুন একদম নিচে লিখা paste from clipboard ওখানে ক্লিক করুন,এইবার চেঞ্জ হয়ে গেলো আপনার MAC address কাজ সেশ। আরেকটা কথা যদি আপনি পিসি রিস্টারট দেন তাহলে হেক করা স্পিড কিন্তু পাবেন্না,পুন্রাই সেটিং করতে হবে। এই ভাবে আপনি চালাতে পারবেন,যদি স্পিড না উঠে তাহলে MAC address এবং

ip address দুইটাই চেঞ্জ করবেন তাহলে হয়ে যাবে। এর জন্ন আপনাকে মেনয়ালি সেটিং করতে হবে,ছবি দেখুন।১/ নেটও্যারক সেটিং ২/local area connection 3/proprties 4/configure 5/advanced 6/network address এ ক্লিক করুন বক্স value তে ip address কপি পেস্ট করে বসিয়ে অকে করে দিন কাজ সেস।
এই বার চালাতে থাকুন ইচ্ছা মতন স্পিড।  নাবুজলে ভিডিউ দেখুন। তার পরেউ নাবুঝলে টিউমেন্ট করেন।  আল্লাহ হাফেয। আপনাদের সুবিদারথে আরেকটা কথা যদি লিঙ্ক কাজ নাকরে তাহলে youtube ভিডিউর নিচে সব গুলোর লিঙ্ক দেয়া আছে।

Related Post

Previous
Next Post »

Search This Blog