টিপসঃ এখন থেকে ওয়াই-ফাই এর মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট চালান 3G স্পিডে ।। ফুল টিউটোরিয়াল সাথে স্কিনশট ।।

আসসালামু ওয়ালাইকুম ****
কেমন আছেন সবাই ??? আমি তো পুরাই টাশকি খাইয়া গেছি ।। আপনারা আবার টাশকি খাইয়েন না ।।
চলুন কাজের কথায় আসি →
আজ আপনাদেরকে শিখাবো কেমন করে এক মোবাইল থেকে অন্য মোবাইলে WiFi Connected করে ইন্টারনেট চালানো যায় ।।
*************************
(১) প্রথমে যে মোবাইলে সিমে মেগা বাইট আছে সেই মোবাইলের ইন্টারনেট কানেকশন দিন → তার পর Setting এ যান ।।।
নিচের ছবির মত দেখুন।
 (২) তারপর Setting →More এ ক্লিক করুন
 (৩) Setting → More → Tethering & Portable HotSpot এ ক্লিক করুন ।।
 ৪) তারপর WLAN hotspot চালু করুন । (অফ থাকবে আপনি অন করে নিন)

(৫) এরপর অন্য যে এন্ড্রয়েড ফোন দিয়ে ইন্টারনেট চালাবেন সেই মোবাইলের WiFi চালু করুন ।। → এবার দেখুন আপনার ফোনের নোটিফিকেশন বারে WLAN NetWork Available নামে একটি নোটিফিকেশন এসেছে ।। → ওটাতে ক্লিক করুন ।

 (৬) তারপর সেখানে ক্লিক করুন ।। একদম নিচের ছবির মত ।

আপনার কাজ শেষ । এবার আপনার ইচ্ছা মত যে কোন ব্রাউজার দিয়ে মনের সুখে DownLoad ব্রাউজিং করুন ।।
কোন সমস্যা হলে কমেন্ট করুন ।।

Related Post

Previous
Next Post »

Search This Blog