ছোট একটি অ্যাপ দিয়ে একদম সহজেই জিপি সিমের এম্বির মেয়াদ বাড়িয়ে নিন,নিজের ইচ্ছামতো!!!

Unnamed বর্তমান প্রায় সব সিম অপারেটর রাই বিভিন্ন মেগাবাইটের অফার দিয়েই যাচ্ছেন কিন্তু সেগুলোর মেয়াদ থাকে খুবই সীমিত।যার দরুণ এম্বি নিয়ে আমাদের ভোগান্তি থেকেই যাচ্ছে।কিন্তু জিপি সিম গ্রাহকরা আবারো খুব সহজেই এম্বির মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন ছোট একটি অ্যাপের সাহায্যে।
প্র‍থমে নিচ থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন ঃ

Click Here To Download

প্রথমেই উপরে দেয়া লিংক থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন।এবার অপেন করলেই গ্রামীণফোন ফ্লেক্সিপ্লান পেইজ আসবে।সেখান থেকে আপনি নিজের ইচ্ছামতো মিনিট,এসএমএস, এম্বি কিনতে পারবেন এবং সেভাবেই ইচ্ছানুযায়ী মেয়াদ ও বাড়িয়ে নিতে পারবেন।।আমরা যেহেতু এম্বির মেয়াদ বাড়াবো সো মিনিট এর ঘর শুন্য(০) টিক দিয়ে রাখুন।তেমনিভাবে এসএমএস এর ঘর ও শুন্য এ ক্লিক করুন।এবার এম্বির অপশন থেকে যেকোন এম্বি প্যাক সিলেক্ট করুন।ধরুন আপনি চার এম্বি নিলেন তারপর নিচের মেয়াদের ঘর থেকে ১০,১৫,৩০ দিন যেকোন একটিতে সিলেক্ট করে “এখনই কিনুন”লেখায় ক্লিক করুন।প্যাকটি কিনতে আপনার কতো টাকা লাগবে সেখানেই সেটা লেখা থাকবে।

অতঃপর নেক্সট পেইজ আসলে আপনার গ্রামীণফোন সিমের নম্বর ইনপুট করে সাবমিট করলে একটি মেসেজ আসবে যেখানে একটি পিন কোড থাকবে।সেই পিন কোডটি খালি বক্সে দিয়ে সাবমিট করলেই আপনার মুল এম্বির সাথে আরো চার এম্বি যোগ হয়ে এম্বির মেয়াদ বেড়ে যাবে।চেক করতে ডায়াল করুন *566*10#
যেসব এম্বির মেয়াদ *566*10# ছাড়া অন্য কোড দিয়ে চেক করা হয় সেগুলোর মেয়াদ বাড়বেনা।’
ধন্যবাদ সবাইকে।আমাদের সাথেই থাকুন।

Related Post

Previous
Next Post »

Search This Blog