এইবার ঘরে বসে এক ক্লিকে নিজের সীম রেজিষ্ট্রেশন করুন সাথে অন্যকেও রেজিষ্ট্রেশন করান

মোবাইলের মাধ্যমে প্রতারনা বাড়ায় বাংলাদেশ সরকার গ্রাহকদের সীম রেজিষ্ট্রেশন এ গুরুত্ব আরোপ করেছে।
তাই সীম এর তথ্য হালনাগাদ এর কাজ শুরু করেছে… যদি এর মাঝে গ্রাহক রা তাদের সীম হালনাগাদ না করে উপযুক্ত তথ্য দিয়ে তবে নির্দিষ্ট সময় পর সে সীম বাতিল বলেও গন্য হতে হবে।
সকলেই যেন সহজেই সীম এর তথ্য হালনাগাদ করতে পারে এইজন্য বাসায় বসে তথ্য হালনাগাদ করার ব্যবস্থা করা হয়েছে।

এই সীম রেজিষ্ট্রেশন কে আরো সহজ করতেই আপনাদের সামনে নিয়ে আসলাম একটি কার্যকরী এন্ড্রয়েড এপ… এই এপ এ শুধু মাত্র আপনাকে কিছু তথ্য প্রধান করতে হবে এবং রেজিষ্ট্রেশন এর বাকী কাজ নিজেই করে দিবে।

১ টা সীম দিয়ে শুধুমাত্র অই সীম ই রেজিষ্ট্রেশন করা যায় তাই আপনার অন্য কোন সীম থাকলে সেই সীমেও রেজিষ্ট্রেশন এর তথ্য গুলো পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে…এই এপ এর মাধ্যমে আপনার অন্য সীম ও সহজেই রেজিষ্ট্রেশন করাতে পারবেন ।
এখনি এপ টা ডাওনলোড করে নিন এবং সীম রেজিষ্ট্রেশন করে আপনার সীম এর নিরাপত্তা নিশ্চিত করুন।
গোগোল প্লে ষ্টোর এর ডাওনলোড লিংক ~ Sim Card Registration BD
সীম রেজিষ্ট্রেশন এর ব্যাপারে সাধারন কিছু নিয়মাবলীঃ
  • ১ টা আইডি কার্ড এর তথ্য দিয়ে ৫ টি সীম রেজিষ্ট্রেশন করা যাবে।
  • যে সীম রেজিষ্ট্রেশন করতে চান সেই সীম কে এস এম এস এর জন্য ডিফল্ট করতে হবে অথবা সেই সীম থেকেই এস এম এস পাঠাতে হবে।
  • সব ধরনের তথ্য আইডি কার্ডে যেমন ভাবে উল্লেখ করা আছে সেভাবেই দিতে হবে। যেমনঃ আইডি কার্ড জন্মদিন দেয় আছে 01 Jan 1990 এবং সেভাবেই দিতে হবে। 01/01/1990 এইভাবে দিলে হবে না।
যদি আপনার এন্ড্রয়েড ফোন না থাকে তবে সীম কার্ড রেজিষ্ট্রেশন করার জন্য নিচের পোষ্ট টা দেখতে পারেন ~

বাসায় বসেই আপনার সীম রেজিষ্ট্রেশন করুন [সব অপারেটর এর জন্য]

Related Post

Previous
Next Post »

Search This Blog