আগেই বলে দি রুট থাকা লাগবে।রুট করার জন্য নিচের অ্যাপ টি ব্যাবহার করুন।
I-root
. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়া,ভালবাসায় ভালই আছি।মাঝে কয়েকদিন টিউন করতে না পারলেও আজ আপনাদের জন্য একটি প্রয়োজনীয় টিউন নিয়ে হাজির হয়েছি।যদিও ইতিমধ্যে অনেকেই এই ট্রিক জেনে গিয়েছেন ফেসবুকের কল্যাণে তবু যারা জানেন না তারা এই টিউন অনুসরণ করতে পারেন।
একথা আমরা সবাই জানি যে এন্ড্রয়েড দিয়ে WIFI এরপাসওয়ার্ড আসলেই হ্যাক করাযায়না!! এর জন্য অনেক এপ,টিঊটোরিয়াল থাকলেও একটাও কামের নাহ কিন্তু হ্যা আপনার সেটে যদি WIFI পাসওয়ার্ড কানেক্ট করা থাকে তাহলে সেটা বের করতে পারবেন।
.
কারণ অনেকসময় দেখা যায় আপনার ভাই বা পাশের বাসার অন্য কেউ WIFI পাসওয়ার্ড ফোনে কানেক্ট করে দিয়েছে কিন্তু যেটা আপনাকে জানাতে চান নি তাই পাসওয়ার্ড বলে দেননি!লেখাপড়া নিয়ে এরকম ব্যাপার স্যাপার ঘটে।সেক্ষত্রে আপনি এই ট্রিক ফলো করে ওয়াইফাই এর পাসওয়ার্ড টি জানতে পারবেন!! তবে এজন্য আপনাকে অবশ্যই রুটেড ইউজার হতে হবে।
.
বিস্তারিত:
সহজভাবেই আপনি একটি অ্যাপের মাধ্যমেই এটা জানতে পারবেন।জাস্ট ওয়াইফাই কানেক্ট থাকা অবস্থায় অ্যাপ টা অপেন করুন।অ্যাপ অপেন করলে লেখা আসবে এটা কোন ওয়াইফাই হ্যাকার অ্যাপ নয় Ok ক্লিক করলে রুট পারমিশন চাবে এন্ড পারমিশন গ্রান্ট দিলেই আপনার ফোনে যে ওয়াইফাই লাইন সেট করা আছে যার পাসওয়ার্ড আপনাকে জানানো হয়নি সেই পাস টা দেখতে পাবেন!!
.
●অ্যাপ ডাউনলোড লিংক: ............"DoWnlOaD.
.
ডাউনলোড করতে ডিফল্ট বা UC ব্রাউজার ব্যবহার করবেন। লিংকে গিয়ে Create download link এ ক্লিক করবেন।নতুন ট্যাব বা প্লেস্টোরে গেলে ব্যাকে এসে আবার ক্লিক করবেন
.
আমি আবারো বলছি পুরো প্রক্রিয়া টা করতে আপনার ফোন ওয়াইফাই কানেক্ট অবস্থায় থাকতে হবে।
.
*আমাদের টিউন গুলো ভাল লাগলে লাইক,টিউমেন্ট করে টিউমেন্ট জানান আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
*টেকজগতের বিভিন্ সমস্যা সমাধানের জন্য আমাদের অফিসিয়াল গ্রুপ+পেইজে জয়েন করুন।
সবাই ভাল থাকুন এই কামনাই করি।
ধন্যবাদ সবাইকে।