রাউটার হ্যাক করুন আর চিরতরে বন্ধ করে দিন শত্রুর রাউটার ( Tenda only )

যা যা লাগবে-
১. Tenda router ( your aim)
২. Chrome অথবা uc browser (android/windows)
৩. Wifi password
যা করতে যাচ্ছি-
আমরা রাউটার কনফিগারের জন্য সাধারণত কানেক্টেড অবস্থায় 192.168.0.1 আইপি ব্যাবহার করি। তারপর admin login করে রাউটার কনফিগ করা যায়। আমরা 192.168.0.1 আইপিটা চেঞ্জ করে দিবো। এতে অন্য কেউ লগিন পেইজেই ঢুকতে পারবে না, সো রাউটার কনফিগারও শুধুমাত্র আপনার হাতে চলে আসবে।
যেভাবে কাজ করবেন-
১. ওইয়াইফাই কানেক্ট করেন
২. Crome অথবা Uc browser ওপেন করেন
৩. লিঙ্কবারে 192.168.0.1 টাইপ করে এন্টার দিন
৪. লগিন পেইজে এডমিন পাসওয়ার্ড দিয়ে এন্টার করেন (default: admin)
৫. এখন সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ- স্ক্রিনশটের মত করে advanced অপশনে যান
 ৬. Advenced ট্যাব থেকে Lan setting এ গিয়ে আইপি এড্রেস চেঞ্জ করে নিজের ইচ্ছামত দিয়ে দিন নিচের স্ক্রিনশটের মত করে

৭. কাজ শেষ। ওকে করে  Tools থেকে রাউটার Reboot দিন।
এরপর আপনি যখন রাউটার কনফিগ করতে যাবেন তখন আর 192.168.0.1 আইপিটা কাজ করবে না। page not available দেখাবে। রাউটার কনফিগ করার জন্য আপনাকে নতুন আইপিতে ঢুকতে হবে, যেটা নিজের ইচ্ছামত দিয়েছিলেন ৬নং স্টেপ এ।
এটা অন্য রাউটারে কাজ করবে  না।

Related Post

Previous
Next Post »

8 comments

Write comments

Search This Blog